মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
তৃতীয় দিন শেষেও পাকিস্তানের চেয়ে পিছিয়ে বাংলাদেশ
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ২ মে, ২০২৩, ৯:৩২ PM
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তান অনুর্ধ্ব-১৯ দলের মধ্যকার চারদিনের ম্যাচ চলছে গত রোববার (৩০ এপ্রিল) থেকে। পাকিস্তান যুবাদের বিপক্ষে টাইগার যুবারা আগে ব্যাট করতে নেমেছিলেন। তবে ইনিংসের শুরুতেই চার উইকেট হারিয়ে হোঁচট খায় স্বাগতিক বাংলাদেশ। যার ধারাবাহিকতায় প্রথম ইনিংসে টাইগাররা ১৪৯ রানেই গুটিয়ে যায়। পরবর্তীতে তাদের রান টপকে ২৭১ রানের লিড নেয় পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে খেলতে থাকা স্বাগতিকরা তৃতীয় দিনও পিছিয়ে থেকেই শেষ করেছে।

এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসের জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের যুবারা করে ৪২০ রান। তাদের হয়ে সর্বোচ্চ ১৭৪ রান করেন ওপেনার শাহজাইব খান। আরেক ব্যাটার ওবাইদ শহীদ করেন ৬৭ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন ওয়াসি সিদ্দিকী। এছাড়া ৮১ রানে ৪ উইকেট শিকার করেন মোহাম্মদ ইকবাল হাসান ইমন।

শেষ দিনে ব্যাট করতে নামবেন দুই অপরাজিত ব্যাটার সাকিব ও আকন্দ
প্রথম ইনিংসে পাকিস্তানের চেয়ে ২৭১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে টাইগার যুবারা। আজ (২ মে) তৃতীয় দিন শেষেও শাহরিয়ার সাকিবের দল পিছিয়ে আছে ১০৫ রানে। প্রথম ইনিংসের ন্যায় এবারও সফরকারীদের বিপক্ষে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ওপেনার মাজহারুল ইসলাম রানের খাতা খোলার আগেই ফিরে যান। তবে রান তোলার চেষ্টা করেছেন পরবর্তী ব্যাটাররা। ওপেনার আশিকুর রহমান শিবলি ৭৯ রান এবং ২৬ রান এসেছে আদিল বিন সাদিকের ব্যাট থেকে।

তদের পর ব্যাট হাতে দলের হাল ধরেন সাকিব। তৃতীয় দিন শেষে যুবা টাইগার এই অধিনায়ক অপরাজিত রয়েছেন ৪৭ রানে। মাঠ ছাড়ার আগে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৬৬ রান। পাকিস্তানের চেয়ে ১০৫ রানে পিছিয়ে থেকে আগামীকাল শেষ দিনে ব্যাট করতে নামবে বাংলাদেশ।

বাবু/মম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত