সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
ক্ষমতায় গেলে তারেক আমাদের জবাই করবে : এমপি একরাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ মে, ২০২৩, ১০:০৩ PM
বিএনপি ক্ষমতায় গেলে তারেক জিয়া আমাদেরও জবাই করবে বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে গেছে। ক্ষমতায় গেলে তারেক জিয়া মানুষ হত্যা করবে। আমাদেরও জবাই করবে।

মঙ্গলবার (২ মে) দুপুরে সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

একরামুল করিম বলেন, লন্ডন থেকে বিএনপি পরিচালিত হচ্ছে। ক্ষমতায় আসতে তারা অস্থির হয়ে আছে। আমরা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিতে পারবো। শেখ হাসিনা জয় লাভ করলে দেশ ভালো থাকবে এবং আমরা সবাই ভালো থাকতে পারবো।

তিনি আরও বলেন, তৃণমূলে যার অবস্থান ভালো সেই হলো নেতা-কর্মীদের কাছের। অনেকেই এমপি হওয়ার স্বপ্ন দেখছেন কিন্তু তৃণমূলের সঙ্গে যোগাযোগ নেই। তারা মনে করেন পত্রিকায় নাম উঠলেই এমপি হওয়া যায়। আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে যোগ্য মনে করবেন তাকেই নৌকা দিবেন।

আন্ডারচর ইউনিয়নের চেয়ারম্যান মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় সদর উপজেলার চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, জেলা জজকোর্টের পিপি অ্যাডভোকেট গুলজার আহম্মেদ জুয়েল, আন্ডারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফেরদৌসসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাবু/মম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত