মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
সীমান্তে রেকর্ড পরিমাণ হেরোইন জব্দ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩, ৭:৫৭ AM

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের কাছাকাছি এলাকা থেকে ৫ কোটি টাকা মূল্যের ৫ কেজি হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় হেরোইন ছাড়াও দুই চোরাকারবারির ফেলে যাওয়া মোটরসাইকেল জব্দ করা হয়। 


বুধবার (৩ মে) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তহাখানা এলাকা থেকে হেরোইন ও মোটরসাইকেল জব্দ করা হয়। বিজিবি-৫৯ (রহনপুর) ব্যাটলিয়ন থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। সীমান্ত এলাকায় এ যাবৎকালের সর্বোচ্চ পরিমাণে হেরোইন উদ্ধারের রেকর্ড এটি। 


বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫৯ (রহনপুর) বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। সোনামসজিদ বিওপির আওতাধীন সীমান্ত পিলার ১৮৫ মেইন হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহাখানা নামকস্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুই মটরসাইকেল আরোহী বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ও একটি বস্তা ফেলে পালিয়ে যায়। টহল দল ফেলে যাওয়া বস্তা উদ্ধারের পর তল্লাশি করে ৫ কেজি হেরোইন ও মোটরসাইকেল জব্দ করে। 


বিজিবি-৫৯ (রহনপুর) ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, ২০১৫ সালে প্রতিষ্ঠার পর ৫৯ বিজিবি ব্যাটলিয়নের এ যাবৎকালের সর্বোচ্চ পরিমাণ হেরোইন জব্দের ঘটনা এটি। আগামীতেও এমন বড় অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। 


বিজিবি অধিনায়ক আরও জানান, ভারতীয় চোরাকারবারিরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষ্যে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও মাদক ও অবৈধ চোরাচালান বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। 


বাবু/জেএম 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  হেরোইন   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত