মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
পটুয়াখালীর পুরান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩, ৮:০৫ AM
পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত অর্ধশত ব্যবসা প্রতিষ্ঠান-বসত ঘর পুড়ে গেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের পুরান বাজার এলাকার একটি তেলের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশাপাশের দোকান ও বাড়ি-ঘরে।  

পুরান বাজার অগ্রণী ব্যাংকের সামনে থেকে আগুন ছড়িয়ে যায় আবদুল্লাহ ক্লিনিক পর্যন্ত।

আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে শত কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। 

এদিকে পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। ঘটনাস্থলের পার্শ্ববর্তী মিঠাপুকুরের পানি ব্যবহার করলেও তাও শেষ হয়ে যায়। পরে লোহালিয়া নদী থেকে পানি আনা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে একজন ফায়ারকর্মী ও একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পটুয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম সরকার সাংবাদিকদের জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

পটুয়াখালীর দুটিসহ বরিশাল, বাকেরগঞ্জ, মির্জাগঞ্জ, বেতাগী, আমতলী ও কলাপাড়া ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ  করেছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এই মূহুর্তে বলা যাচ্ছে না।  

বাবু/জেএম 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  পটুয়াখালী   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত