গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রফিকুল ইসলাম রাসেল (৩৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর মোটরসাইকেল আরোহী মো. জাহিদ হাসান (৩৮)।
বৃহস্পতিবার (৪ মে) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম রাসেল খুলনা মহানগরীর খালিশপুর প্লাটিনাম জুটমিল শ্রমিক কলোনির আব্দুর রহমানের ছেলে।
কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ খান শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |