সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
রাতের আঁধারে নদী ভরাটের অভিযোগে টিএমএসএস এর বিরুদ্ধে মামলা
মাহফুজ মন্ডল, বগুড়া
প্রকাশ: শনিবার, ৬ মে, ২০২৩, ১০:৫৩ AM

রাতের আঁধারে বগুড়ার করতোয়া নদীর মূল প্রবাহে মাটি ফেলে ভরাটের অভিযোগে বেসরকারি সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) এর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

পাউবোর উপসহকারী প্রকৌশলী হাসানুজ্জামান এর দায়ের করা অভিযোগটি শুক্রবার বগুড়া সদর থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়।

গত (১ মে) দিবাগত রাতে মাটি ফেলে নদী প্রবাহ ভরাটের সময় মম ইন ইকোপার্কের বালা কৈগাড়ী কাঁঠালতলা ঈদগাহ মাঠসংলগ্ন এলাকা থেকে পাঁচটি ট্রাক জব্দ করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। ওই সময় টিএমএসএস এর বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মোঃ নুরুল ইসলাম। ঘটনায় দুইদিনেও মামলা করছিল না পাউবো কর্তৃপক্ষ।

নদীসংক্রান্ত অপরাধ হওয়ার পরও দায় এড়িয়ে পাউবোর নির্বাহী প্রকৌশলী নাজমুল হক বলছিলেন, ‘ওই ঘটনায় কোনো ম্যাজিস্ট্রেট তাকে মামলা করার নির্দেশ দিতে পারেন না। নদীর বিষয়ে মামলা করার কাজ তার নয়।’

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে থাকা সিনিয়র সহকারী কমিশনার নুরুল ইসলাম বলেন, ‘আদেশনামায় নদী ভরাটের সুনির্দিষ্ট অভিযোগে পাউবোকে নিয়মিত মামলার নির্দেশ দেয়া হয়েছে। মামলা না করার কারণ নেই। ভ্রাম্যমাণ আদালতের আদেশনামাটি সংস্থাটির (পাউবো) নির্বাহী প্রকৌশলীকে দেয়া হয়েছে।’

এরপর বৃহস্পতিবার রাতে বগুড়া সদর থানায় এজাহার দাখিল করেন পাউবো উপসহকারী হাসানুজ্জামান। তিনি জানান, করতোয়া নদীতে মাটি ফেলে ভরাটের অভিযোগে টিএমএসএস কর্তৃপক্ষকে বিবাদী করে মামলা করা হয়েছে।

এজাহারে বলা হয়, পাউবো, সদর উপজেলা ভূমি, বগুড়া পৌরসভা, টিএমএসএস ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সার্ভেয়ারদের নিয়ে যৌথভাবে করতোয়া নদী জরিপের কাজ চলছে। এই জরিপ কাজ চলমান থাকা অবস্থায় নদী ভরাট, খনন বা স্থাপনা নির্মাণ স্থগিত রাখার বিষয়ে গত ২০ এপ্রিলে একটি নোটিশ জারি করে পাউবো কর্তৃপক্ষ। টিএমএসএস কর্তৃপক্ষ সেই নোটিশ অমান্য করে নদী ভরাট করছিল, যা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১২ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এ ছাড়া হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নদী জরিপ চলমান থাকা অবস্থায় নিষেধাজ্ঞা অমান্য করে করতোয়া নদী ভরাটকরণে মামলা করা হলো।

বগুড়া সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, বৃহস্পতিবার রাতে পাউবো কর্মকর্তারা থানায় এসে মামলার অভিযোগ দিয়েছেন।

মম ইন ইকোপার্কের বালা কৈগাড়ী কাঁঠালতলা ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় মাটি ও বর্জ্য ফেলে নদীর মূল প্রবাহ বন্ধ ও ভরাটের দায়ে গত ১৮ মার্চ টিএমএসএস কে ১০ লাখ টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এরপর জেলা প্রশাসক, পাউবোর খসড়া এক জরিপে শুধু ওই এলাকায় নদীর সীমানা জরিপ চালানো হয়। জরিপে নদীর সীমানা নির্ধারণ নিয়ে বেশ সমালোচনা হয়।

মম ইন ইকোপার্ক এলাকায় টিএমএসএসের বিরুদ্ধে করতোয়া নদীর ৪ দশমিক ৯০ একর জমি দখলের প্রমাণ রয়েছে জেলা প্রশাসকের কাছে। তবে টিএমএসএসের দাবি, ওই জমি তারা সরকারের কাছ থেকে ১৯৯৫ সালে ৯৯ বছরের জন্য ইজারা নিয়েছে।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত