শুক্রবার ১৮ জুলাই ২০২৫ ৩ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৮ জুলাই ২০২৫
নদী থেকে অবৈধভাবে বালু উত্তেলন, সাংবাদিককে ইউএনওর হুমকি
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা
প্রকাশ: শনিবার, ৬ মে, ২০২৩, ২:৩৪ PM
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নের গনেশ্বরী নদী থেকে অবৈধভাবে চলছে ড্রেজার দিয়ে বালু উত্তোলন। এতে ভাঙনের ঝুঁকিতে রয়েছে আশপাশের বসতবাড়িসহ ফসলি জমি। বালু উত্তোলন বন্ধ করতে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। তবে উপজেলা প্রশাসন বলছে, ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আওয়ামী লীগের নাম ভাঙিয়ে লেংগুরা এলাকার আলাউদ্দিন ডিলারের ছেলে সুমন হাওলাদার ক্ষমতার প্রভাব বিস্তার করে এই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই নদী থেকে ৫ দিন ধরে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন সুমন হাওলাদার। প্রতিদিন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বালু উত্তোলন করা হচ্ছে। এভাবে বালু তোলায় ভাঙনের ঝুঁকিতে পড়েছে ফসলি জমি, বসত-বাড়ি। বালু উত্তোলনে নিষেধ করলে দেওয়া হচ্ছে উল্টো হুমকি। 

সরেজমিন দেখা গেছে, নদীতে ড্রেজার দিয়ে চলছে বালু উত্তোলন। সেই বালু বিক্রিও করা হচ্ছে। কিছু দিন ধরে বালু উত্তোলন করা হচ্ছে এই নদী থেকে। এখন নদী পাড়ের ফসলি জমি ও বসতবাড়ি ভাঙনের শঙ্কায় রয়েছে। যেকোনো সময় ভাঙন ভয়াবহ রূপ ধারণ করবে। 

এ নিয়ে জানতে চাইলে অভিযোগকারী বলেন, ‘কিছু দিন ধরে লেংগুরা বাজারের পাশে রবার্ট ড্রেমের কাছে একই জায়গায় মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হয়েছে। এতে আমার ৫ শতাংশ আবাদি জমি ধসে গেছে। প্রতিদিন একই জায়গা থেকে বালু তোলা শুরু হয়। এখন আমার বাড়িঘর সহ জমি ভাঙার আশঙ্কায় রয়েছে। নদী থেকে তাঁদের বালু তুলতে কয়েক বার না করেছি। তাঁরা এখন আমাদের উল্টো হুমকি দিচ্ছে। নিয়ম করে প্রতিদিন রাত বারোটা থেকে ভোর পর্যন্ত অবৈধভাবে বালু উত্তোলন করছে লেঙ্গুড়ার  আলাউদ্দিন ডিলারের ছেলে সুমন হাউলাদার ও তার সহযোগীরা। 

স্থানীয়রা প্রশাসনকে বারবার জানানোর পরও প্রয়োজনীয় ব্যবস্থা না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন  প্রশাসন ও স্থানীয় কয়েকজন প্রভাবশালীদের সহযোগিতায় মোটা অংকের টাকার বিনিময়ে বাজারের পাশে রাবার ডেমের সাথে রাতের আধারে বালু ও পাথর উত্তোলন করে দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে। সূর্য ওঠার সাথে সাথেই ড্রেজার মেশিন ও পাইপ অন্যত্র সরিয়ে নেওয়া হয়। এ যেন প্রতিদিনের রুটিন। কয়েকজন বালু শ্রমিকের সাথে কথা বলে জানা যায় দিনের বেলায় প্রশাসন মেশিন জব্দ করে ও পাইপ পুড়িয়ে দেয় রাতের বেলা তাদের জন্য নিরাপদ প্রশাসন রাতে আসে না তাই তারা সুযোগ বুঝে দীর্ঘদিন যাবত এই কাজ চালিয়ে যাচ্ছেন। অথচ রাবার ডেমের একটু পাশেই বিজেপি কেম্প। এভাবে  বালু উত্তোলনের ফলে হুমকির মধ্যে আছে নবনির্মিত রাবার ডেমটি। বর্ষায় নদী ভাঙ্গন ও যে কোন সময় ভূমিধসের প্রবল সম্ভাবনা রয়েছে।

কলমাকান্দা উপজেলার এক সংবাদকর্মী জানান, ইউএনও আর ডাইভারের ফোনলাপ শুনলাম, এখানে ইউএনও একটি কথা বলেছেন খুব দুঃখজনক, তিনি বলেছেন-সাংবাদিকরা কি করে তা জানা আছে, এ কথা তিনি কি বলতে পারেন না, সাংবাদিকরা মানে কী, বহুবচন তো, উনার বলতে হবে সাংবাদিকরা কি করে তিনি তা বলতে হবে।

অন্যদিকে ড্রেজারের মালিক সুমন হাওলাদার বলেন, ‘কেনা জায়গা থেকে মাটি কাটছি। এখন কে কী অভিযোগ করল, না করল সেটা আমাদের দেখার বিষয় না।

কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও আসাদুজ্জামান তার গাড়ির ডাইবার ফারুককে দিয়ে ও এই সংবাদকর্মীকে হুমকি প্রদান করা হয়।

লেংগুরা ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান এই প্রতিনিধিকে ফোন করে তার সাথে সাক্ষাৎ করার কথা বলে, এবং তিনি ও এই সংবাদকর্মীকে হুমকি প্রদান করেন।

এ বিষয়ে জানতে চেয়ে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামানকে আনন্দ বাজার পত্রিকা নেত্রকোনা জেলা প্রতিনিধি সোলায়মান হাসান রুবেল ফোন করলে, তিনি এই প্রতিনিধিকে কোনো প্রকার সহযোগিতা না করে, উল্টো তিনি এই প্রতিনিধিকে আরও হুমকি প্রদান করে। এবং তিনি তার গাড়ির ড্রাইভারকে দিয়ে ও হুমকি প্রদান করে। এবং তিনি আরও বলেন সাংবাদিকরা কি করে তিনি তা জানেন। উনি তা জানে মানে বিষয়টি কি এই বিষয়ে জানতে চেয়ে বারবার তার মুঠো ফোনে ফোন করা হলে তিনি কোনো ফোন রিসিভ করেননি।

এই হুমকির বিষয়টি খুবই দুঃখজনক হলেও সত্য প্রমাণিত হয়েছে, সেজন্য সাংবাদিক, সচেতন মহল সহ সকল শ্রেণি-পেশার মানুষ দুঃখ প্রকাশ করেছেন।

বাবু/জেএম 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত