শুক্রবার ১৮ জুলাই ২০২৫ ৩ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৮ জুলাই ২০২৫
সপ্তাহ ব্যবধানে জবির দুই শিক্ষার্থীর মৃত্যু
তানজিল আহম্মেদ, জবি
প্রকাশ: শনিবার, ৬ মে, ২০২৩, ২:৩৮ PM
ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে ঢাকায় ফেরার পরদিনই ঘুমের মধ্যে মৃত্যু হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাজু আহমেদের। তার মৃত্যুর একদিন পরেই রাজধানীর গেন্ডারিয়ায় ধূপখোলা বাজারে রাস্তার গ্যাসলাইন মেরামতের সময় বিস্ফোরণে দগ্ধ হয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান শাওনসহ আরও সাতজন। এরই মধ্যে আজ শনিবার (৬ মে) সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায়  মৃত্যু হয় মেহেদীর।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, গত ১ মে গেন্ডারিয়া ধুপ খোলা এলাকা হতে দগ্ধ অবস্থায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্র আমাদের এখানে ভর্তি হন। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ২০ নাম্বার বেডে মৃত্যু হয় তার। তার শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল।

অন্যদিকে, রাজু আহম্মেদ গত ৩০ এপ্রিল পঞ্চগড় থেকে ঢাকায় ফেরার পর বিকেলে ঘুমের মধ্যে হঠাৎ খিঁচুনি উঠলে সে অজ্ঞান হয়ে যায়। পরে তার বন্ধুরা ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে পরিবারের দাবি, রাজুর মৃত্যু স্বাভাবিক নয় তাকে হত্যা করা হয়েছে। পরিবার এ ঘটনার সুষ্ঠ তদন্তের দাবি জানিয়েছে। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর রহস্য উদঘাটন করতে পারছে না প্রশাসন।

রাজু আহম্মেদের মৃত্যুর ঠিক পরদিনই রাজধানীর গেন্ডারিয়ার ধূপখোলা বাজারে রাস্তার গ্যাসলাইন মেরামতের সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মেহেদী হাসান শাওনের শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়। সঙ্গে সঙ্গেই তাকে রাজধানীর বার্ন ইউনিটে ভর্তি করা হয়। শাওনের বাড়ি নাটোর জেলায়।

রাজু ও শাওনের মৃত্যুতে পুরো বিশ্ববিদ্যালয়জুড়ে নেমে এসেছে শোকের ছায়া । বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ কেউই তাদের মৃত্যু মেনে নিতে পারছে না। তারা সকলেই অনবরত সামাজিক মাধ্যমে তাদের স্মৃতিচারণ করছে।

বাবু/জেএম 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জবি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত