পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা পটুয়াখালীর কৃতি সন্তান দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আশরাফ আলী।
শুক্রবার রাতে পৌর শহরের মিঠাপুকুর সংলগ্ন এলাকায় আগুনে পুড়ে যাওয়া ৪২টি স্থাপনা পরিদর্শন করেন তিনি। এ সময় সর্বস্বহারা এবং ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন। তাদের খোঁজ খবর নেন। ধৈর্য্য ধরার পরামর্শ দিয়ে তাদের উদ্দেশ্যে আলী আশরাফ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের খবর শুনে মর্মাহত হয়েছেন। প্রশাসনের মাধ্যমে আপনাদের খোঁজ খবর নিচ্ছেন। আপনাদের পুনর্বাসনের জন্য সরকারিভাবে যা যা করণীয় তা করা হবে।
আমি জেলা প্রশাসকসহ ঢাকার বিভিন্ন দপ্তরে কথা বলেছি। আপনা যাতে সঠিকভাবে আবার নতুন করে মাথা তুলে দাড়াতে পারেন বর্তমানে তা করবে। এই সরকার আপনাদের পাশে আছে। আপনারা ভেঙে পড়বেন না। আমি খবর শুনে তাৎক্ষনিকভাবে সকলের কাছে খোঁজ খবর নিয়েছি। আপনাদের জন্য যা যা করণীয় তা আমি করবো।
তাৎক্ষনিকভাবে আপনাদের জন্য এই সামান্য নগদ অর্থ আমি দিয়ে গেলাম। আমি ঢাকা গিয়ে মন্ত্রী ও সচিবদের সাথে আলাপ করে আপনাদের পুনর্বাসনের ব্যবস্থা করবো।
এসময় ক্ষতিগ্রস্তদের জন্য নিজ উদ্যোগে ৫০ হাজার টাকার একটি সহায়তার চেক এলাকার কাউন্সিলর জাহিদ হোসাইন ও মহিলা কাউন্সিলর নাহিদা আক্তার পারুলের কাছে হস্তান্তর করেন মোহাম্মদ আলী আশরাফ।
এ সময় অন্যান্যদের মধ্যে তার সাথে ছিলেন পটুয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হুমায়ুন চৌধুরী, পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়, আওয়ামী লীগ নেতা এডভোকেট সদাই, অভিলাষ, সুরুজিত, জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামিমুজ্জামান কাসেম।
বাবু/জেএম