বরগুনার আমতলীতে উপজেলা আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করেছে বরগুনা জেলা আওয়ামী লীগ।
পূর্নাঙ্গ কমিটিতে আমতলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমানকে সভাপতি। ও উপজেলা যুবলীগের সভাপতি জিএম ওসমানী হাসানকে সাধারণ সম্পাদক করে উপজেলা আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করেন বরগুনা জেলা আওয়ামী লীগ।
বরগুনা জেলা আওয়ামী লীগ সভাপতি এড. ধীরন্দ্রে দেবনাথ শম্ভু এমপি, সাধারণ সম্পাদক ও বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. জাহাঙ্গীর কবির ঘোষিত কমিটির পত্রে দেখা যায়।
গত ৩০ মার্চ ২০২৩ইং তারিখ সকাল ১১টায় গণ ভবনে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, গণতন্ত্রের মানসকণ্যা, জননেত্রী শেখ হাসিনার সঙ্গে বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে এক সাংগঠনিক নির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় আমতলী উপজেলা শাখার কমিটি গঠন বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি জননেত্রী শেখ হাসিনা আমতলী উপজেলা শাখায় মো. মতিয়ার রহমানকে সভাপতি ও জি এম ওসমানী হাসানকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ প্রদান করেন। সেই মোতাবেক গঠিত আমতলী উপজেলা আওয়ামী লীগের অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটি প্রেরণ করা হলো।
বাবু/জেএম