শনিবার ১৯ জুলাই ২০২৫ ৪ শ্রাবণ ১৪৩২
শনিবার ১৯ জুলাই ২০২৫
কমলগঞ্জে চা বাগানে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৭ মে, ২০২৩, ৬:৫৩ PM
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে ৬ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। 

এ ঘটনায় স্থানীয়  ইউপি সদস্য অভিযুক্তকে থানায় সোপর্দ করলে তাকে গ্রেফতার দেখানো হয়। ধর্ষণের শিকার শিশুর মা বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

গত শনিবার (৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় শমশেরনগর চা বাগনের ৬ নম্বর টিলায় এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার শিশু মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

স্থানীয়রা জানান, শমশেরগর চা বাগানের ৬ নম্বর টিলার সানমুন্না রেলীর ছেলে দিপু রেলী (১৭) তার ঘরে কাজের কথা বলে ডেকে নিয়ে পার্শ্ববর্তী ঘরের ৬ বছর বয়সের জনৈক শিশুকে ধর্ষণ করে। এর কিছুক্ষণ পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় ফেরত এসে কান্নাকাটি শুরু করে। তখন পাশের ঘরের লোকজন স্থানীয়  ইউপি সদস্য ইয়াকুব মিয়ার কাছে নিয়ে গেলে তিনি শিশুসহ ধর্ষক দিপু রেলীকে থানায় নিয়ে যান। পরে ধর্ষণের শিকার শিশুর মা সাঙমা রেলী বাদী হয়ে কমলগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এ ঘটনায় দিপু রেলীকে গ্রেফতার দেখানো হয়। ধর্ষিত শিশুটি স্থানীয়   ব্র্যাক স্কুলের ছাত্রী।

শমশেরনগর চা বাগানের স্থানীয় ইউপি সদস্য মো. ইয়াকুব মিয়া জানান, রাস্তায় খেলাধুলা করছিল শিশুটি। এ সময় ছেলেটি শিশুকে ঘরে কাজ করার কথা বলে নিয়ে যায়। কিছুক্ষণ পর শিশুটি বাড়িতে ফিরে যন্ত্রণায় ছটফট করতে থাকে। এক পর্যায়ে শিশুর পরিবারের লোকজনকে ধর্ষণের বিষয়টি জানালে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে ধর্ষক দিপুকে থানা পুলিশের কাছে সোপর্দ করি। 

কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, এ ঘটনায় নির্যাতিত শিশুর মা বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত দিপুকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

বাবু/জেএম 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ধর্ষণ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত