রংপুর নগরীতে পরিবারের সাথে অভিমান করে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
আজ সোমবার সকালে নগরীর বালাপাড়া ঈদগাহ মাঠ সংরলগ্ন বাড়ির নিজ ঘরে আত্মহত্যার এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বালাপাড়া গ্রামের বেলাল হোসেনের মেয়ে সুমাইয়া আক্তার (১৪) আক্কেলপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সকালে সুমাইয়ার বোন তাকে নাস্তা বানাতে বলায় সে অভিমান করে ঘরের প্রবেশ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি (তদন্ত) হোসেন আলী বলেন, খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরিবারের সদস্যদের সাথে কথা বলে জেনেছি-বড় বোনের সাথে অভিমানের কারণে সুমাইয়া আত্মহত্যা করতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাবু/জেএম