শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
‘ডিএনসিসিতে চিফ হিট অফিসারের কোনও পোস্ট নেই’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ মে, ২০২৩, ৮:৪৪ PM
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বিষয়ে বলেছেন, ‘ডিএনসিসিতে চিফ হিট অফিসারের কোনও পোস্ট নেই। তার বেতন-ভাতা সিটি করপোরেশন দেবে না। তার জন্য সিটি করপোরেশনে অফিসও নেই।’

সোমবার (৮ মে) সকালে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতি মাঠে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র’স কাপ টুর্নামেন্টের ভলিবল ইভেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, ‘এটা আমাদের বাংলাদেশের জন্য গর্ব যে, আমাদের একজনকে এশিয়ার মধ্যে চিফ হিট অফিসার হিসেবে বেছে নেওয়া হয়েছে। তার সঙ্গে আমাদের সিটি করপোরেশনের কোনও সম্পর্ক নেই।’ 

তিনি আরও বলেন, ‘ডিএনসিসিতে এরকম চিফ হিট অফিসারের কোনও পোস্ট নেই। তার বেতন-ভাতা সিটি করপোরেশন দেবে না। তার জন্য সিটি করপোরেশনে অফিসও নেই।’

চিফ হিট অফিসারের যা যা দরকার, তার সব কিছু  আর্শট-রকফেলার ফাউন্ডেশন দেবে জানিয়ে মেয়র আতিক বলেন, ‘আর্শট-রকফেলার ফাউন্ডেশন সারা বিশ্বে এখনও পর্যন্ত সাত জন নারী চিফ হিট অফিসার নিয়োগ করেছে। তার মধ্যে সেও (বুশরা আফরিন)। আমাদের কারও না কারও ছেলেমেয়ে হবেই তো, এটাই বাস্তবতা।’

মেয়র আরও বলেন, ‘একজন বাবা হিসেবে আমারও খারাপ লাগছে। আমি আমার মেয়েকে বারবার বলেছি যে, বাবা তুমি শক্ত থাকো। কারণ, তুমি জানো আমি জানি— তুমি কোনও ধরনের বেতন ভাতা, ড্রাইভার, কোনও কিছুর টাকা নেও নাই। আমার মেয়ে আমার গার্মেন্টস ইন্ডাস্ট্রি চালাবে। সে ডিরেক্টর অব ইসলাম গার্মেন্টস অ্যান্ড গ্রুপ এবং সে-ই দ্বায়িত্ব নেবে। আমি বরং তাকে ধন্যবাদ জানাই, সে তার নিজের ব্যবসা নিজের বাণিজ্য ফেলে, এই চিফ হিট অফিসারের দায়িত্বে কাজ করবে। শুধু সিটি করপোরেশনের জন্য না পুরো এশিয়ার জন্য কাজ করবে।’

চিফ হিট অফিসার একজন নারী— এটি নারীর ক্ষমতায়নের বার্তা দেয় মন্তব্য করে আতিকুল ইসলাম বলেন, ‘পুরো এশিয়া থেকে তাকে নির্বাচিত করা হয়েছে। এশিয়ার মধ্যে প্রথম চিফ হিট অফিসার একজন নারী। এখান থেকে নারীর যে ক্ষমতায়ন,  নারীর যে এমপাওয়ারমেন্ট, এটা কিন্তু আরেকটা মেসেজ। কার ছেলে বা কার মেয়ে এটা যদি দেখি, তাহলে কিন্তু পিছিয়ে যাবো। আমরা খুবই গর্বিত যে, বাংলাদেশ থেকে একজন চিফ হিট অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। সারা এশিয়ার মধ্যে সেটা হচ্ছে ঢাকা নর্থ সিটির মধ্যে।’
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ডিএনসিসি   চিফ হিট অফিসার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত