বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
লরি থেকে কন্টেইনার ছিটকে পড়ল রিকশার উপর : ঘটনাস্থলেই দুজন নিহত
কামরুজ্জামান রনি, চট্টগ্রাম
প্রকাশ: বুধবার, ১০ মে, ২০২৩, ৩:০৯ PM আপডেট: ১০.০৫.২০২৩ ৩:৪০ PM

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় ট্রাক লরি থেকে ছিটকে পড়া কন্টেইনারের চাপায় দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (১০ মে) দুপুর ১২টার দিকে পতেঙ্গা থানার স্টিল বাজারে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
 
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষন চেষ্টার কন্টেইনারের তলায় পিষ্ট দুইজনের মরদেহ উদ্ধার করেন।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস কন্ট্রোলরুম সূত্র জানায়, পতেঙ্গা সড়কে চলন্ত লরি থেকে একটি কন্টেইনার পাশ দিয়ে যাওয়া রিকশার ওপর ছিটকে পড়ার খবর পেয়ে আমাদের স্থানীয় টিম ঘটনাস্থলে উদ্ধার কাজে অংশ নেয়। প্রথমে ক্রেন দিয়ে কন্টেইনারটি উঠানোর চেষ্টা করা হয় পরে একটি ফগ লিফটের সহায়তায় কন্টেইনারটি উপরে তুলে এর নীচ থেকে দুমড়ে মুচড়ে যাওয়া একটি রিকশা ও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে৷ ধারনা করা হচ্ছে নিহত দু'জন রিকশার আরোহী ছিলেন।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর বাংলাদেশ বুলেটিনকে জানান, একটি ইয়ার্ড থেকে ট্রাক লরি করে একটি কন্টেইনার পরিবহন করার সময় হওয়ায় হঠাৎ করে কন্টেইনারটি পাশ দিয়ে চলাচল করা রিকশার ওপর পড়ে গেলে এ ঘটনা ঘটে। মরদেহ দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শী শামিম বাংলাদেশ বুলেটিনকে বলেন, "শিকল দিয়ে বাঁধা থাকলে এমন ঘটনা এড়ানো যেতো৷  সেই সাথে কন্টেইনারটি লরির সাথে নিরাপত্তা ক্লিপ দিয়ে আটকানো না থাকায় সামান্য ঝাকুনিতেই সেটি লরি থেকে ছিটকে পড়ে ৷ হতভাগ্য রিকশাচালক ও যাত্রী একেবারে ঘটনাস্থলেই মারা গেছে৷"

স্থানীয় বাসিন্দা মারুফ বলেন, "এই সড়ক দিন দিন মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে ৷ বিশেষ করে কন্টেইনারবাহী এসব লরি পর্যাপ্ত নিরাপত্তা না নিয়ে বেপরোয়া ভাবে চলাচল করে।  এই একই সড়কের ইপিজেড অংশে বিগত ২০২২ সালের এপ্রিল মাসে কন্টেইনারবাহী লরি চাপায় পিতা-পুত্র নিহত হয়েছিল।" স্থানীয় মুদির দোকানদার শফর আলী বলেন, আমরা জেনেছি বেশ কিছু আইসিডি (কন্টেইনার ডিপো) চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ থেকে অনুমোদন ছাড়াই স্থাপিত হয়েছে৷ এসব আইসিডি গুলো থেকে বিশালাকার ট্রাক লরি প্রবেশ করতে ও বের হতে মূল সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ফলে দূর্ঘটনার পাশাপাশি যানজট এখন এই এলাকার বাসিন্দাদের নিত্য সঙ্গি।

প্রসঙ্গ, ২০১৭ সালে নগরীর পোর্ট কানেক্টিং রোড একই রকম কন্টেইনার চাপা পড়ার ঘটনায় তিন সিএনজি আটোরিকশা যাত্রী নিহত হয়েছিল৷ সেই ঘটনার পর নগরীতে চলাচল করা কন্টেইনারবাহী লরি গুলোকে বাড়তি নিরাপত্তা নিয়ে চলাচল করতে বলা হলেও সেই নির্দেশনা মানা হয় না৷ সংসদ সদস্য থেকে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিরা বেশীর ভাগ ট্রাক লরির মালিক হওয়ায় এসব লরি গুলোর বিরুদ্ধে ট্রাফিক বিভাগ অনেকটাই নিষ্ক্রিয় থাকে। অভিযোগ আগে ট্রাফিক বিভাগের বর্তমান ও সাবেক অনেক পরিদর্শক নামে বে নামে ট্রাক লরির মালিক হয়েছেন। যেগুলোর অনেকেরই বৈধ লাইসেন্স নেই৷

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত