বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
কুয়েটের কেন্দ্রীয় লাইব্রেরিসহ বিভিন্ন দপ্তর আকস্মিক পরিদর্শন
সৈকত মো: সোহাগ, খুলনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ মে, ২০২৩, ৩:১৫ PM আপডেট: ১০.০৫.২০২৩ ৩:৪২ PM

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর কেন্দ্রীয় লাইব্রেরিসহ বিভিন্ন দপ্তর আকস্মিক পরিদর্শন করেছেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার।

বুধবার (১০ মে ) সকাল সাড়ে ১১টায় নিউ একাডেমিক কমপ্লেক্সে কেন্দ্রীয় লাইব্রেরিসহ বিভিন্ন দপ্তর পরিদর্শনকালীন সময়ে তিনি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে প্রশাসনিক, শিক্ষা ও তাদের বিভিন্ন অভাব-অভিযোগ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। ভাইস-চ্যান্সেলর মহোদয়ের আকস্মিক পরিদর্শনে লাইব্রেরিতে পঠরত শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং সকলেই এ ধরনের কার্যক্রম অব্যহত রাখার অনুরোধ জানান।

লাইব্রেরিতে পড়াশুনা করতে আসা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী তাহনিমা হাবিব বলেন, “লাইব্রেরি খুবই শান্তির জায়গা, খুব সহজেই প্রয়োজনীয় বই কিংবা রেফারেন্স যেমন পাওয়া যায়, তেমনি গ্রুপ স্টাডির জন্যও বেশ ভালো পরিবেশ”। একই কথা বলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ওয়াহিদ মাহমুদ ও তাসলিমা আক্তার। সঙ্গে যোগ করেন, “রিডিং সেকশনের জায়গা আরো বেশী হলে ভালো হতো”।

আকস্মিক পরিদর্শন বিষয়ে কুয়েট ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার বলেন, “লাইব্রেরিতে এসে যখন দেখলাম প্রায় একশত শিক্ষার্থী একনিষ্ঠভাবে তাদের অধ্যয়ন চালিয়ে যাচ্ছে, আমরা বেশ কয়েকজন মানুষ এলাম সেদিকে তাদের নরজ নেই, পড়ালেখায় তাদের একাগ্রতায় আমি মুগ্ধ। বিষয়টিতে আমি নিশ্চিত তাদের সামনে সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে”। তিনি আরো বলেন, “শিক্ষার্থীদের লেখাপড়া, বিভিন্ন সংকট এবং সার্বিক অবস্থা দেখতে এবং শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সাথে কথা বলতে পরিদর্শনে এসেছি। একই স্থানে সবার সাথে কথা বলতে পারছি”।

এ সময় আরো উপস্থিত ছিলেন আইকিউএসি এর পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. নরোত্তম কুমার রায়, লাইব্রেরিয়ান (চলতি দায়িত্ব) মাহবুবুর রহমান, ডেপুটি রেজিস্ট্রার নিমাই চন্দ্র মিস্ত্রী, সহকারী রেজিস্ট্রার মনিরুজ্জামান, সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার, পিএস টু ভিসি শেখ ফিরোজ আহমেদ প্রমুখ।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত