রবিবার ২৭ জুলাই ২০২৫ ১২ শ্রাবণ ১৪৩২
রবিবার ২৭ জুলাই ২০২৫
৮ দিনের রিমান্ডে ইমরান খান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১০ মে, ২০২৩, ৬:১০ PM

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে জিজ্ঞাসাবাদের জন্য আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন অ্যাকাউন্টেবলিটি আদালত। আল-কাদির ট্রাস্ট মামলায় দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবলিটি ব্যুরোর (এনএবি) কৌঁসুলি ইমরানের ১৪ দিনের রিমান্ড আবেদন করলে আদালত আটদিন মঞ্জুর করেন। পরবর্তী শুনানির জন্য ১৭ মে তারিখে ইমরানকে আদালতে হাজির করতে এনএবি-কে নির্দেশ দিয়েছেন আদালত।

পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি অর্ডিন্যান্স, ১৯৯৯-এর নতুন সংশোধনীতে যে কোনো আদালত প্রদত্ত শারীরিক রিমান্ডের সময়কাল ৯০ দিন থেকে কমিয়ে ১৪ দিন করা হয়েছে।

বুধবার (১০ মে) বিকালে শুনানির জন্য আদালতে হাজির করার কথা থাকলেও তা করা হয়নি। ইসলামাবাদ পুলিশ সূত্র জানিয়েছে, ইমরান খানকে আদালতে নেওয়া হয়নি, বরং গ্রেপ্তারের পর তাকে, এনএবির 'রাওয়ালপিন্ডি/ইসলামাবাদ' আঞ্চলিক সদর দপ্তরে আটকে রাখা হয়েছিল সেখানেই তার শুনানি অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে এনএবি সূত্র বলেছিল, ইমরানকে অন্তত চার-পাঁচ দিন হেফাজতে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করা হবে। ইমরান খানের সঙ্গে ‘কঠোর আচরণ’ করা হবে না। তাকে কেবল মামলায় তার জড়িত থাকা ও আর্থিক সুবিধা চাওয়ার অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

প্রসঙ্গত, মঙ্গলবার (৯ মে) দুপুরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করে এনএবি। আল-কাদির ট্রাস্ট মামলায় তাকে ইসলামাবাদ হাইকোর্টের ভেতর থেকে তুলে নেয় রেঞ্জার্স সদস্যরা। ইমরান খানকে গ্রেপ্তার করার পর পাকিস্তানের বেশ কয়েকটি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রিমান্ড   ইমরান খান  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত