বৃহস্পতিবার ৭ আগস্ট ২০২৫ ২৩ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ৭ আগস্ট ২০২৫
জবি ক্যাম্পাসে গ্যাস লিকেজ, আতঙ্কে শিক্ষার্থীরা
তানজিল আহম্মেদ, জবি
প্রকাশ: বুধবার, ১০ মে, ২০২৩, ১০:১৩ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে গাস লাইনে লিকেজ হয়েছে। ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে দুর্গন্ধ। সেই সাথে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

বুধবার (১০ মে) বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মসজিদে যাবার রাস্তার পাশে পানির ট্যাপগুলোর পাশে গ্যাস লাইনের লিকেজ পাওয়া যায়। এসময় পানির ট্যাপগুলোর পাশে গ্যাস ছড়িয়ে পড়ার গন্ধ পাওয়া যায়।

এদিকে শিক্ষার্থীরা পানি নিতে বা ট্যাপ ব্যবহার করার সময় গ্যাসের গন্ধে আতঙ্কিত হচ্ছেন। এমনই একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ১১ ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান। 

তিনি বলেন, বেশ কিছুদিন ধরেই ট্যাপে ওজুসহ পানি খেতে আসলে গ্যাসের গন্ধ পায়। গ্যাস এতো ছড়িয়ে পড়েছে যে, কেউ ধুমপান করে সিগারেট ফেললে আগুন ধরে যেতে পারে। দ্রুত ঠিক না করলে ভয়াবহ দুর্ঘটনাও ঘটতে পারে।

এছাড়া মেহেদী হাসানের মতো রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. জসিম, ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ফয়সাল গ্যাসের গন্ধে একই আতঙ্কের বিষয়টি জানান।

এদিকে বিষয়টি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামালকে জানানো হলে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারীকে বিষয়টি জানান।

বাবু/জেএম 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত