রবিবার ১০ আগস্ট ২০২৫ ২৬ শ্রাবণ ১৪৩২
রবিবার ১০ আগস্ট ২০২৫
লেজেন্ডসকে হারিয়ে আবাহনীর সঙ্গে টক্কর শেখ জামালের
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: বুধবার, ১০ মে, ২০২৩, ১০:৩৪ PM
১০৮ রান করে ম্যাচসেরা শেখ জামালের সৈকত আলি।

শেষ পর্যায়ে চলমান ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। এতদিন শিরোপার দৌড়ে এগিয়ে ছিল কেবল আবাহনী। এবার একই অবস্থানে ওঠে এলো শেখ জামাল। আজ (১০ মে) বুধবার সুপার লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে আবাহনীর হার ও শেখ জামালের জয়ে বদলে যেতে বসেছে সব সমীকরণ। 

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শেখ জামাল বৃষ্টি আইনে লেজেন্ডস অব রূপগঞ্জকে হারিয়েছে ৫৯ রানে। প্রথমে ব্যাট করতে নেমে সৈকত আলির ১০৮, নুরুল হাসান সোহানের ৬২, জিয়াউর রহমানের ৬৪ রান ও পারভেজ রাসুলের ৫১ রানে ৩৫০ রানের বড় সংগ্রহ পায় জামাল। জবাবে বৃষ্টি বাধার পর ৪৬.১ ওভারে ৩১৫ রানের লক্ষ্য ঠিক হয় মাশরাফি বিন মোর্তুজার দলের। তবে ইরফান শুক্কুরের সেঞ্চুরির পরেও হারে রূপগঞ্জ। শেষ পর্যন্ত ৭ উইকেটে ২৫৫ রান করতে পারে রূপগঞ্জ।

অন্যদিকে বৃষ্টি আইনে আবাহনী ম্যাচ হারে গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে। মোসাদ্দেক হোসেনের দলকে এদিন ৬ উইকেটে পরাজিত করে আকবর আলীর দল। মূলত শেখ জামালের এমন জয়ে ডিপিএলের শিরোপার লড়াই জমে ক্ষীর! কেননা ১৫ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের সবার ওপরে আবাহনী লিমিটেড। সমান পয়েন্ট রয়েছে নুরুল হাসান সোহানের দলেরও।

যদিও রান রেটে পিছিয়ে থাকায় পয়েন্ট টেবিলে সোহানের দলের অবস্থান দুইয়ে। সুপার লিগের শেষ ম্যাচ তাই দুই দলের জন্যই অলিখিত ফাইনাল হতে যাচ্ছে।

বাবু/মম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত