গাজীপুরের সালনায় গৃহশিক্ষক কর্তৃক নৃশংসভাবে কুপিয়ে কলেজছাত্রীকে হত্যা এবং নিহতের মা ও তিন বোনকে মারাত্মকভাবে জখম করার ঘটনায় প্রধান ও একমাত্র আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১। তার নাম মো. সাইদুল ইসলাম। টাঙ্গাইলের ভূঞাপুর থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
কী ঘটেছিল
গাজীপুরের দক্ষিণ সালনা এলাকায় বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বাড়িতে ঢুকে রাবেয়া আক্তার (২১) নামে ওই কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা করে গৃহশিক্ষক।
ওই সময় আহত হয়েছেন নিহতের মা ও ছোট বোন। তাদের ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।
গত সোমবার রাত ৮টার দিকে সিটি করপোরেশনের দক্ষিণ সালনায় এ ঘটনা ঘটে।
বাবু/মম