রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
বরিশালে আশ্রয়কেন্দ্রে মানুষের ভিড়
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৪ মে, ২০২৩, ৮:২৫ AM আপডেট: ১৪.০৫.২০২৩ ৮:৪১ AM

চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগের প্রভাব শুরু হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।


শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মোখা’ আতঙ্কে বরিশাল বিভাগের বিভিন্ন আশ্রয়ণকেন্দ্রে এখন পর্যন্ত ১২ হাজার ৮৪২ জন মানুষ আশ্রয় নিয়েছেন।


শনিবার রাতে বরিশালের বিভাগীয় কমিশনার আমিন উল আহসান গণমাধ্যমে এই তথ্য জানান। তিনি বলেন, এখন পর্যন্ত বিভাগের ৬ জেলার মধ্যে বরিশাল ও পিরোজপুর ছাড়া বাকি ৪ জেলার আশ্রয়ণ কেন্দ্রগুলোতে ৫ হাজার ২৮০ জন পুরুষ, ৬ হাজার ৭২ জন নারী ও ১ হাজার ৪৯০ শিশু আশ্রয় নিয়েছে।


এর মধ্যে পটুয়াখালীতে ১ হাজার ৪৯৪ জন, ভোলায় ৯ হাজার ১২ জন, বরগুনায় ১ হাজার ৪৮৬ জন ও ঝালকাঠিতে আশ্রয় নিয়েছেন ৫৫০ জন।


বিভাগীয় কমিশনার আরও জানান, আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষের পাশাপাশি গবাদি পশু আছে ৩ হাজার ১৯২টি। সেখানে শুকনো খাবারসহ সব সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে।


বাবু/জেএম 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বরিশাল   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত