মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
ভূঞাপুরে ৭ কেজি গাঁজাসহ আটক ২
কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ মে, ২০২৩, ৫:২২ PM

টাঙ্গাইলের ভূঞাপুরে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভূঞাপুর থানা পুলিশ। সোমবার (১৫ মে) সকাল সাড়ে ১১ টায় উপজেলার অর্জুনা ইউনিয়নের অর্জুনা গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- ওই গ্রামের শুকুর সরকারের ছেলে শামিম (৪০) এবং কুটিবয়ড়া গ্রামের শহিদ ব্যাপারীর ছেলে সুমন (২২)।

ভুঞাপুর থানা সূত্রে জানা যায়, উপজেলার কুঠিবয়ড়া গ্রামের শামিম ও সুমন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মেহেদী, এস আই মনজুরুল এবং এএসআই সোহেল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শামিমের বসত ঘর থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় শামিম ও সুমনকে আটক করে পুলিশ।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. ফরিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শামীমের বাড়ী থেকে ৭ কেজি গাঁজা সহ শামীম ও সুমনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

-বাবু/ এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত