শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
পাংশায় নিম্নমানের সামগ্রী দিয়ে চলছে সড়ক নির্মাণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ মে, ২০২৩, ৯:১০ AM

রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের দুরশুনদিয়া গ্রামের একটি সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারে স্থানীয়দের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে।


তবে ঠিকাদারী প্রতিষ্ঠানের দাবি অন্য সাইটের বেঁচে যাওয়া মালমাল এই সড়কে এনে রাখা হয়েছে। এসব নিম্নমানের সামগ্রী দ্রুত অপসারণ করতে বলেছে উপজেলা প্রকৌশলী।


পাংশা উপজেলা প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, অগ্রাধিকার ভিত্তিতে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের প্রকল্পের (ওজওউচ-৩) এর আওতায় ইউনিয়নের বিনোদপুর-ধানুরিয়া থেকে এতেম মাস্টারের বাড়ি পর্যন্ত ১১১০ মিটার সড়ক নির্মাণকাজের দরপত্র হয়। কাজটি পায় রাজবাড়ীর রাজা অ্যান্ড কোং নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। সড়কটি নির্মাণে চুক্তিমূল্য ধরা হয়েছে ৯৭ লাখ ৬৮৮ টাকা। সড়কটির নির্মাণকাজ শুরু হয় ২০২৩ সালের মার্চ মাসের ১৫ তারিখে। কাজ সম্পাদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে এক বছর দিন।


সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটি নির্মাণকাজ চলমান রয়েছে। চলছে ইট ভেঙে খোয়া বানানোর প্রস্তুতি। ইট ভাঙার কাজ করছে কয়েকজন শ্রমিক।


এ সময় স্থানীয়রা জানান, সড়কটি নির্মাণের জন্য কয়েক দিন ধরে ইট ভাঙা হচ্ছে। সড়কের বিভিন্ন অংশে ভাঙা খোয়ার সঙ্গে পুরাতন খোয়া এনে রেখেছে ঠিকাদারী প্রতিষ্ঠান। পুরাতন সেই খোয়াগুলো সম্পূর্ণ মাটির দলা। হাত দিয়ে চাপ দিলেই ভেঙে গুড়ো হয়ে যাচ্ছে। এই নির্মাণ সামগ্রী দিয়ে সড়ক নির্মাণ করা হলে অল্প দিনের মধ্যে ভেঙে যাবে বলে মন্তব্য করেছেন এলাকাবাসী। একই সঙ্গে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ চালানোর চেষ্টা করায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।


এ বিষয়ে পাংশা উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. জাকির হাসান বলেন, আমি সরেজমিনে গিয়ে দেখেছি নতুন খোয়ার পাশাপাশি কিছু পুরাতন বালু মিশ্রিত খোয়া রেখেছে। সেগুলো নিম্নমানের। ঠিকাদারী প্রতিষ্ঠানকে বালু মিশ্রিত খোয়াগুলো দ্রুত অপসারণ করতে বলা হয়েছে।


বাবু/জেএম 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত