শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে নৌ-যান চলাচল শুরু
টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ মে, ২০২৩, ৯:৪২ AM

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে টেকনাফ-সেন্টমার্টিন উপকূল প্রচণ্ড উত্তাল থাকায় শুক্রবার (১১ মে) থেকে নৌরুটে যাত্রীবাহী ট্রলার ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়। মোখা বাংলাদেশ উপকূল অতিক্রম করার পর শুরু হয় নৌযান চলাচল।


সোমবার (১৫ মে) সকাল সাড়ে দশটার দিকে ৩৪ কিলোমিটারের জলপথে টেকনাফ থেকে মালামাল নিয়ে একটি ট্রলার সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়। টেকনাফ থেকে এই নৌপথে স্পিডবোট চলাচলও শুরু হয়েছে।


সেন্টমার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ বলেন, গত শুক্রবার থেকে সেন্টমার্টিন-টেকনাফ নৌপথে যাত্রীবাহী ট্রলার-স্পিডবোট চলাচল বন্ধ ছিল। তিনদিন বন্ধের পর সোমবার সকাল সাড়ে দশটার দিকে বিজিবির একটি ট্রলার মালামাল নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গেছে। টেকনাফ পৌরসভার খাযুকখালী ঘাট থেকে স্পিডবোট চলাচল শুরু হয়েছে। আমাদের সবধরনের ট্রলার-স্পিডবোট সেন্টমার্টিন থেকে টেকনাফে নিয়ে রাখা হয়েছিল।


সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ঘূর্ণিঝড় মোখার কারণে সেন্টমার্টিন-টেকনাফ নৌপথে ট্রলার-স্পিডবোট চলাচল বন্ধ ছিল। সোমবার সকাল থেকে নৌযান চলাচল শুরু হয়েছে।


বাবু/জেএম 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত