শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
জাবিতে ৩ দিনব্যাপী সিনেমা উৎসব শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ মে, ২০২৩, ১২:১৯ PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জহির রায়হান ফিল্ম সোসাইটির আয়োজনে তিন দিনব্যাপী সিনেমা উৎসব ‘একান্নবর্তী’ শুরু হয়েছে। সিনেমা উৎসব চলবে আগামী বৃহস্পতিবার (১৮) মে প্রর্যন্ত।

মঙ্গলবার সকাল পৌনে ১০টায় সিনেমা উৎসবটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম ও বাংলা সিনেমার ব্যানার ডিজাইনার হানিফ পাপ্পু।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক এ টি এম আতিকুর রহমান, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক আহমেদ রেজা ও চলচিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী।

অনুষ্ঠানের আয়োজকেরা জানান, সিনেমা উৎসবের প্রথম দিন মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জহির রায়হান পরিচালিত উদ্বোধনী ফিল্ম স্টপ জেনসাইড প্রদর্শিত হয়েছে। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত ছিল। এরপর সকাল ১১টায় জহির রায়হান মাস্টারক্লাস (ফিল্ম এপ্রিসিয়েশন কোর্স)। যেখানে মেন্টর হিসেবে থাকবেন চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী।

পরে বিকেল তিনটায় পলিসি ডিসকাশন- সাস্টেইনেবল ওয়ার্ক এনভায়রনমেন্ট ফর ওম্যান ইন দ্যা ফিল্ম ইন্ডাস্ট্রি আয়োজিত হবে। এছাড়াও বিকেল পাঁচটায় আরিফুর রহমান পরিচালিত ফিল্ম স্কুটি ও সন্ধ্যা সাতটায় খন্দকার সুমন পরিচালিত ফিচার ফিল্ম সাঁতাও প্রদর্শিত হবে।

সিনেমা উৎসবের ২য় দিন বুধবার (১৭ মে) সকাল ১০টা থেকে দুপুর দুইটা স্ক্রিপ্ট ল্যাব চলবে। এটি সিনেমা উৎসবের ৩য় দিনও চলবে। পরে বিকেল পাঁচটা থেকে সাড়ে ছয়টা ডিরেক্টর্স রাউন্ড টেবিল আয়োজিত হবে। এছাড়ও বিকেল তিনটায় সিলেক্টেড শর্ট ফিল্ম ও সন্ধ্যা সাতটায় ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত ফিচার ফিল্ম মায়ার জঞ্জাল প্রদর্শিত হবে।

সিনেমা উৎসবের ৩য় দিন বৃহস্পতিবার (১৮ মে) বিকেল তিনটায় আর্টিস্ট টক আয়োজিত হবে। পরে বিকেল পাঁচটায় মেজবাউর রহমান সুমন পরিচালিত ফিচার ফিল্ম ‘হাওয়া’ প্রদর্শিত হবে। ঐ দিন সন্ধ্যা সাতটায় থাকবে মুক্ত আলোচনা-সেন্সরশীপ বনাম গল্প বলার স্বাধীনতা। পরে ঔদিন রাত আটটায় পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সিনেমা উৎসব শেষ হবে। এছাড়াও রাত নয়টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে গানের আয়োজন করা হয়েছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, গড়াই ফিল্মসের প্রযোজক ও নির্মাতা ফাখরুল আরেফিন খান ও বঙ্গ বিডি হেড অফ কনটেন্ট মোহাম্মদ আলী হায়দার। পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করবেন জহির রায়হান ফিল্ম সোসাইটির উৎসব পরিচালক ও উপদেষ্টা অধ্যাপক মাসউদ ইমরান মান্নু।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাবি   সিনেমা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত