মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার অসহায় এক নারীর জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
মঙ্গলবার (১৬ মে) দুপুর থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের নেতৃত্বে হরিরামপুর উপজেলার কর্মকারকান্দি বয়ড়া গ্রামের সাহিদা বেগমের ১২ শতাংশ জমির পাকা ধান কেটে মাড়াই করে বাড়িতে পৌঁছে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মো. সাদ্দাম হোসেন, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাত কোরাইশী সুমন, সাধারণ সম্পাদক মো. রাজিদুল ইসলাম, হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লুৎফর রহমান, আমির হামজা জোতি, শুভ মল্লিক, রিফাত, সুমনসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে, উপজেলার পাটগ্রাম অনাথ বন্ধু হাইস্কুল মাঠে ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতাসহ জেলা উপজেলার নেতাকর্মীবৃন্দ।
-বাবু/এ.এস