বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
আওয়ামী লীগ উপদেষ্টা সিরাজুল ইসলামের মৃত্যুতে প্রতিমন্ত্রীর শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ মে, ২০২৩, ৪:৪৭ PM

বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা, খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা ও সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম ভূঁইয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ....রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

মঙ্গলবার (১৬ মে) সকাল ৯টার দিকে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন৷ কিছুদিন আগে তার দেহে অস্ত্রোপচার করা হয়৷ এরপর থেকে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন বলে পারিবারিক সূত্র জানিয়েছেন৷ 

বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম ভূঁইয়া নরসিংদী থানায় অফিসার ইনচার্জ আবুল কাশেম ভূঁইয়ার বাবা। আবুল কাশেম ভূঁইয়া ইতিপূর্বে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পতেঙ্গা, পাঁচলাইশ এবং ডবলমুরিং থানায় ওসি হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন৷ 

এদিকে, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলামের মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান ও প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

কুজেন্দ্র লাল ত্রিপুরার সহকারি একান্ত সচিব খগেন্দ্র ত্রিপুরা সাক্ষরিত এক শোকবার্তায় শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন। একই সাথে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত