ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করা হয়েছে।
সোমবার বিকেলে পৌর শহরের মসজিদপাড়া এলাকার ইউসুফ মোল্লার বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো নরসিংদী জেলার মনোহরদী গোতাশিয়া এলাকার মৃত মতিউর রহমানের ছেলে সম্রাট (২৫), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা গ্রামের হারুন ভুঁইয়ার ছেলে সালমান ভুঁইয়া (২৭) ও কোড্ডা উত্তর পাড়ার মিয়া চাঁন চৌধুরীর ছেলে রুবেল চৌধুরী (২৭) এবং শরীয়তপুর জেলার সখিপুর ডালিকান্দি এলাকার মৃত নজরুল গাছার ছেলে আল আমিন (২৩)।
মঙ্গলবার (১৬ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে আখাউড়া থানা পুলিশ। তারা জানায়, জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. নিজাম উদ্দিন ও এএসআই মো. আজিজুর রহমানের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর শহরের মসজিদপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। ইউসুফ মোল্লার বাড়ির ভাড়াটিয়া সম্রাটের বাসায় অভিযান চালায়। এ সময় ধৃত আসামীদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা জব্দ করে।
আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ইয়াবাসহ আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান আটককৃত ধৃত আসামীদের বিরুদ্ধে পূর্বেও দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আমাদের অভিযান নিয়মিত চলছে। যেকোনো মূল্যে মাদক নিয়ন্ত্রণ করা হবে।
-বাবু/এ.এস