ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষকের কাছ থেকে বোরো ধান সংগ্রহ অভিযান কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (১৬ মে) বেলা সাড়ে ৩ টায় উপজেলার দক্ষিণ ইউপির সাতপাড়া গ্রামের কৃষক মো. ফেরদৌস মিয়া, সেলিম মিয়া, দিনাত মিয়া ও আব্দুল্লাপুর গ্রামের আহাম্মদ হোসেন চৌধুরী। এই ৪ জন কৃষকের কাছ থেকে ১০টন ধান ক্রয়ের মাধ্যমে এর উদ্ধোধন করা হয়।
এ বছর কৃষকের কাছ থেকে ৪৬৬ মেট্রিক টন ধান কেনা হবে। ৩০ টাকা কেজি দরে প্রতি মণ ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ১২০০ টাকা। একজন কৃষক ৩ মণ থেকে ৩ মেট্রিক টন ধান বিক্রি করতে পারবেন।

উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অংগ্যজাই মারমা। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাউছার সজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুন নাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম ভুঁইয়া, উপসহকারী কৃষি অফিসার জিয়াউর রহমান, মোস্তাফিজুর রহমান ও ইলিনা ইয়াছমিন প্রমূখ। আগামী ৩১ আগষ্টের মধ্যে কৃষকদের ধান দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
-বাবু/এ.এস