রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
ব্যবসার নামে ১৪ কোটি টাকা আত্মসাৎ, পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩, ৭:৫৫ AM

চট্টগ্রামে মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসার নামে লোকজনের কাছ থেকে সাড়ে ১৪ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে টারজান খীসা নামে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


বুধবার (১৭ মে) বিকেলে দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক নুরুল ইসলাম বাদী হয়ে নিজ কার্যালয়ে মামলাটি করেন।


মামলা করার বিষয়টি নিশ্চিত করে দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, সরকারি কর্মচারী হয়ে অসৎ উদ্দেশে পরিচয় গোপন রেখে নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দেন। এরপর প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে এমএলএম ব্যবসার নামে লোকজনের ১৪ কোটি ৬৪ লাখ ৪২ হাজার টাকা হাতিয়ে নেওয়ায় মামলা হয়েছে। লোকজনের কাছ থেকে পাঁচ মাসে দ্বিগুণ লাভের প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা নেন টারজান খীসা। কিন্তু কোনো টাকাই ফেরত দেওয়া হয়নি। এসব টাকা ২৩টি ব্যাংক হিসাবে লেনদেনের তথ্য পাওয়া যায়।


দুদক থেকে জানা যায়, ১৯৯৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত পুলিশে নায়েক পদে কর্মরত ছিলেন টারজান খীসা। বর্তমানে তিনি বরখাস্ত রয়েছে। লোকজনের কাছ থেকে ২০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত নিয়েছেন তিনি। মেসার্স রিবেং এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান খুলে  লোকজনের কাছ থেকে নেওয়া সাড়ে ১৪ কোটি টাকা সেখানে বিনিয়োগ করেন টারজান খীসা।


বাবু/জেএম 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত