বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫ ১৯ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
ক্ষমতার ২ বছরে ১শ’ কোটি ডলারের অস্ত্র ক্রয় জান্তার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩, ১০:০০ AM

মিয়ানমারে জান্তা সরকারের মানবাধিকার লঙ্ঘনের সব তথ্য-প্রমাণ থাকা সত্ত্বেও অস্ত্র রপ্তানি বন্ধ করেনি বিভিন্ন দেশ। অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসার ২ বছরে এ পর্যন্ত দেশটি ১শ’ কোটি মার্কিন ডলারের অস্ত্র কিনেছে বলে জানিয়েছে জাতিসংঘ।

“বিলিয়ন ডলারের মৃত্যু বাণিজ্য: আন্তর্জাতিক অস্ত্র নেটওয়ার্ক যা মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনকে সক্ষম করে”- এই শিরোনামে জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। 

কোন কোন দেশ এই অস্ত্র সরবরাহ করছে তাও উঠে আসে প্রতিবেদনে। মিয়ানমারে নিযুক্ত সংস্থাটির বিশেষ দূত টম এন্ড্রু জানান, সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি করেছে রাশিয়া ও চীন। এরমধ্যে রাশিয়া ৪০ কোটি ও চীন ২৬ কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে মিয়ানমারের কাছে। তালিকায় ভারত ও থাইল্যান্ডও রয়েছে। আর এরজন্য নিষেধাজ্ঞা কার্যকরে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর ব্যর্থতাকে দায়ী করেন এন্ড্রু।

জাহাজে করে সিঙ্গাপুরের মাধ্যমে অস্ত্র ও অস্ত্র তৈরির সরমঞ্জাম পৌঁছেছে মিয়ানমারে। অধিকাংশ অর্থ লেনদেন হয়েছে সিঙ্গাপুরের ব্যাংকের মাধ্যমে। 

-বাবু/ সাদরিনা
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ডলার   ক্রয়  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত