সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
কোস্টগার্ডের অভিযানে ৭০ লাখ রেণু পোনা উদ্ধার
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ মে, ২০২৩, ২:৫৭ PM

কোস্টগার্ডের অভিযানে পটুয়াখালীর কলাপাড়ায় ৭০ লাখ বাগদা চিংড়ির রেণু পোনা উদ্ধার করা হয়েছে। উপজেলার বাবলাতলা বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার (১৮ মে) গভীররাতে এই রেণু পোনাসহ দুটি ইঞ্জিনচালিত মাছ ধরার বোট ও তিনজনকে আটক করে নিজামপুর কোস্টগার্ড।


কোস্টগার্ড সূত্রে জানা যায়, কলাপাড়ার বাবলাতলা বাজারের একটি দোকানে অভিযান চালিয়ে সাতশ মাটির হাড়ি ও ৭০টি প্লাস্টিকের ব্যারেলে আনুমানিক ৭০ লাখ পিস বাগদা চিংড়ি রেণু পোনা জব্দ করা হয়। তার পাশে নদী থেকে দুটি নৌকা এবং ৩ জন রেণু পোনা পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত রেণু পোনার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৪০ লাখ টাকা। পরবর্তীতে কলাপাড়া উপজেলা মেরিন ফিশারিজ অফিসার মো. আশিকুর রহমান আশিকের উপস্থিতিতে জব্দকৃত রেণু পোনা সোনাতলা নদীতে অবমুক্ত করা হয়। আটককৃত রেণু পোনা পাচারকারীদের ভবিষ্যতে এরূপ অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হব না মর্মে মুছলেকা নিয়ে নৌকাসহ ছেড়ে দেওয়া হয়।


কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশান নিজামপুরের এসসিপিও (এক্স) এম আসরাফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের এই অভিযান পরিচালনা করি এবং আমরা তিনজনকে আটক করেছি। পরবর্তীতে তারা আবার এই কাজে লিপ্ত হলে আরও বড় ধরনের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


বাবু/জেএম 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত