রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বলেছেন, আগামী দুই দিনের মধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের পতন হবে না। শুক্রবার তিনি এই মন্তব্য করেছেন। এমন সময় তিনি এই মন্তব্য করলেন যখন তিনি দাবি করছেন তার যোদ্ধারা বাখমুতের দিকে অগ্রসর হচ্ছে ও ইউক্রেনীয় পাল্টা আক্রমণে কিছু স্থানে পিছু হটছে রাশিয়ার নিয়মিত বাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
রাশিয়া বাখমুতকে সোভিয়েত আমলের নাম আর্টিমোভস্ক হিসেবে এখনও উল্লেখ করে। ৯ মাস ধরে ছোট্ট শহরটি দখলের জন্য হামলা করে আসছে রুশ সেনারা। তাদের আক্রমণের নেতৃত্বে রয়েছে ওয়াগনার গ্রুপের ভাড়াটে যোদ্ধারা। ইউক্রেনের সেনারা শহরটির দক্ষিণাঞ্চলে অস্থায়ী প্রতিরক্ষা তৈরি করেছে।
টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রিগোজিন বলেছেন, বাখমুত এখনও দখল করা হয়নি। আগামীকাল বা পরশুও শহরটি দখলের সম্ভব হবে না।
তিনি বলেছেন, একটি অঞ্চল রয়েছে। এটি সুরক্ষিত দূর্গের মতো। সেখানে বেশ কয়েকটি বহুতল ভবন রয়েছে। শহরের দক্ষিণ-পশ্চিমাংশে তুমুল লড়াই চলছে।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ডনবাস অঞ্চলের এ নগরীর যুদ্ধটি হচ্ছে সবচেয়ে রক্তক্ষয়ী ও দীর্ঘতম।
ইউক্রেন বলেছেন, বৃহস্পতিবার তারা রাশিয়ার একাধিক হামলা প্রতিহত করে কিছু স্থানে ১ কিলোমিটার এগিয়েছে।
ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার বাখমুতে দেশটির সেনাদের অগ্রগতির কথা জানিয়ে বলেছেন, তাদের বাহিনী সামরিক লক্ষ্য অর্জন করছে। এই মুহূর্তে আমরা বাখমুতের দক্ষিণ-পশ্চিমাংশের কিছু এলাকা নিয়ন্ত্রণ করছি।
তিনি বলেছেন, বৃহস্পতিবার দিনভর হামলা চালিয়েছে রুশ সেনারা। নতুন শক্তি নিয়ে হামলা চালিয়েছে তারা। কিন্তু তাদের সব হামলা প্রতিহত করা হয়েছে।
-বাবু/এ.এস