শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
ট্রলারে তিন দিন ধরে ভাসতে থাকা ১৪ জেলেকে জীবিত উদ্ধার
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২১ মে, ২০২৩, ৮:০১ PM
ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে তিন দিন ধরে ভাসতে থাকা ট্রলারের ১৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।

আজ রবিবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৫ মে বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন বাদুরতলা এলাকা হতে এফ বি মাহফুজা নামক একটি ফিসিং বোট মাছ ধরার উদ্দেশ্যে ১৪ জন জেলেসহ সমুদ্রে গমন করে। পরবর্তীতে গত ১৮ মে আনুমানিক রাত ১০টায় গভীর সমুদ্রে মৎস্য আহরণরত অবস্থায় বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়।

এমতাবস্থায় বোটটি পাল উড়িয়ে গত ৩ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকে। এরপর আজ রবিবার সকাল ১০টায় বোটটি সমুদ্রে ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে ওই বোটের মাঝি মো. সগিরের মোবাইল হতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের সহযোগিতা কামনা করা হয়। পরে ১০টা ১৫ মিনিটে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীন বিসিজি স্টেশন নিদ্রাসকিনা কন্টিনজেন্ট কমান্ডারের নেতৃত্বে একটি আভিযানিক দল উদ্ধার অভিযানে যায়।  

উদ্ধার অভিযান চলাকালীন বেলা ১১টা ৩০ মিনিটে বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন পক্ষীদিয়া দ্বীপের পূর্বপার্শ্ব হতে সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা এফ বি মাহফুজা নামক ফিসিং বোটসহ ১৪ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

এরপর তাদের প্রাথমিক চিকিৎসা, খাবার ও বিশুদ্ধ পানি প্রদান করা হয়। প্রাথমিক চিকিৎসা প্রদানের পর বর্তমানে উদ্ধার সকল জেলে সুস্থ রয়েছেন। পরবর্তীতে, উদ্ধারকারী দল ওই ফিসিং বোটটিকে টোয়িং করে বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন বাদুরতলা নামক এলাকায় নিয়ে আসে। এখন জেলেদের পরিবারের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাবু/জেএম 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত