মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
গাজীপুর সিটি নির্বাচন
জনমতে আজমতই এগিয়ে
মোহাম্মদ আলী ভূঁইয়া, গাজীপুর মহানগর
প্রকাশ: সোমবার, ২২ মে, ২০২৩, ৬:১৯ PM আপডেট: ২২.০৫.২০২৩ ৬:২২ PM
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৫ মে। ইতিমধ্যে নির্বাচন কমিশন নিজেদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। নির্বাচনকে সামনে রেখে মেয়র প্রার্থী অ্যাড. মো. আজমত উল্লা খানের পক্ষে আওয়ামী লীগের প্রচার প্রচারণা এখন তুঙ্গে। চরম নির্বাচনী উত্তেজনায় নেতাকর্মীরা প্রতিটি মুহূর্ত পার করছেন। অঞ্চলের প্রতিটি অলিগলি পাড়া মহল্লায় খণ্ড খণ্ড মিছিল, উঠান বৈঠক ও ভোট চেয়ে সময় পার করছেন মেয়রপ্রার্থী আজমত পক্ষের কর্মীরা।

মেয়র ও পছন্দের কাউন্সিলর প্রার্থীদের পক্ষে ভোট প্রর্থনা করার লক্ষে দেশের বিভিন্ন জেলায় বসবাসরত গাজীপুরের লোকেরাও চলে এসেছেন এ নির্বাচনী এলাকায়। আর কেন্দ্রীয় নেতারা স্থানীয়দের নিয়ে গাজীপুর সিটি করপোরেশনের ৫৭ টি ওয়ার্ডে ভাগ ভাগ করে ছড়িয়ে আজমতের পক্ষে গণসংযোগ করে পথসভায় অংশ নিচ্ছেন। এ রিপোর্ট প্রস্তুত করা পর্যন্ত জনমত জরিপে আজমতই এগিয়ে রয়েছেন। প্রচারণার সময়সীমা প্রায় শেষের দিকে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রতিটি পাড়া মহল্লায় স্থানীয় আওয়ামী লীগের সাথে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, মহীলালীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রিয় নেতাকর্মীরা মিলিত হয়ে মেয়রপ্রার্থী আজমতের পক্ষে প্রচার কার্য চালিয়ে যাচ্ছেন। দাপিয়ে বেড়াচ্ছেন পুড়ো নির্বাচনী এলাকা। একযোগে শুরু হয়েছে নৌকার পক্ষে গণসংযোগ। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে নৌকার বিজয় নিশ্চিত না করে কারো যেনো ঘরে ফেরার সুজোগ নাই।

আজমত উল্লাহ একজন সুশিক্ষিত, মার্জিত ও অভিজ্ঞ রাজনীতিক। তার রাজনৈতিক জীবনে কোনো প্রকার দুর্নীতি না থাকার কারণে সাধারণ ভোটাদের তাকেই পছন্দ। তিনি এর আগে ১৮ বছর টঙ্গী পৌরসভার মেযর হিসেবে দাযিত্ব পালন করেছেন। ব্যাপক উন্নয়ন করেছেন তিনি টঙ্গী পৌর এলাকার। তিনি জনবান্ধব মেয়র হিসেবে নিজেকে প্রমাণ করেছেন পূর্বেই। তার বিরুদ্ধে এযাবতকালে কোন প্রকার দূর্নিতির প্রমান দিতে পারেনি কেউ।

অপরদিকে ২০২১ সালের ২৫ নভেম্বর বিভিন্ন অভিযোগে দল থেকে বহিস্কার হয় জাহাঙ্গীর আলম। আগামী ২৫ মে অনুষ্ঠিতব্য সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে তার নমিনেশন বাতিল হওয়ার পর স্বতন্ত্র মেয়র প্রার্থী তার মা জায়েদা খাতুনকে (প্রতীক টেবিল ঘড়ি) নিয়ে তিনি নির্বাচনী মাঠে দৌড়ঝাঁপ শুরু করেছেন। কিন্তু আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত না মানার কারণে স্থানীয় আওয়ামী লীগের কিছু অর্থলিপ্সু কর্মী ছাড়া উল্লেখযোগ্য দলীয় কোনো নেতাকর্মীদের তার সাথে দেখা যাচ্ছে না। ২০১৮ সালের ২৬ জুনে অনুষ্ঠিত গাসিক নির্বাচনে এড. আজমত উল্লাহ এবং এড. জাহাঙ্গির আলম মেয়র পদে দলীয় নমিনেশন চেয়েছিলেন। কিন্তু দল নমিনেশন আজমতকে না দিয়ে জাহাঙ্গীরকে দেন। দলের সে সিদ্ধান্ত মেনে নিয়ে আজমত কাল বিলম্ব না করে জাহাঙ্গীরের পক্ষে নির্বাচনী কাজে অংশ নেন। বিজয় লাভ করে জাহাঙ্গীর। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গাজীপুর সিটি   নির্বাচন   মেয়র   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত