গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খানের পক্ষে ভোট চেয়েছেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা।
প্রচারণায় অংশ নেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শেখ শাহ আলম, সহ-সভাপতি শামিমা আক্তার জলি, যুগ্ম সাধারণ সম্পাদক সরকার আলম, সাংগঠনিক সম্পাদক সাহেলা আক্তার ও রাজিয়া বেগম, অর্থ বিষয়ক সম্পাদক আরেফিন হক আলভী, সহ অর্থ সম্পাদক শর্মী ইসলাম, সদস্য মেঘলা অন্তরা ও মামুন শেখ।
সোমবার দুপুরে মহানগরের টঙ্গী এলাকা থেকে তারা প্রচারণা শুরু করেন।
খোলা গাড়িতে চড়ে তারা টঙ্গী, ধীরাশ্রম, জয়দেবপুর, রথখোলা, কৃষি গবেষণা, চান্দনা চৌরাস্তা, বাইপাস এবং কোনাবাড়ি এলাকায় নৌকার পক্ষে প্রচারণা চালান।
বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শেখ শাহ আলম ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরকে অনেক বেশি গুরুত্ব দিয়ে বিভিন্ন উন্নয়ন করেছেন। উন্নয়ন ধারা অব্যাহত রাখতে তার মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খানকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করুন।’