সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
এরদোয়ানকে সমর্থন দেওয়ার ঘোষণা দিল ওগান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ৮:০৬ AM
তুরস্কের রান-অফ প্রেসিডেন্ট নির্বাচনে রিসেপ তাইয়েপ এরদোয়ানকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন সিনান ওগান। তিনি এবারের নির্বাচনে ৫ দশমিক ১৭ শতাংশ ভোট পেয়ে চার প্রার্থীর মধ্যে তৃতীয়স্থান অর্জন করেছিলেন।

সোমবার (২২ মে) এরদোয়ানকে সমর্থন দেওয়ার ঘোষণা দেন ওগান। আগামী ২৮ মে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং কেমাল কিলিচদারোগলোর ম্যেধ রান-অফ নির্বাচন হবে। এ দুই প্রার্থীর মধ্যে যিনি সর্বোচ্চ ভোট পাবেন তিনিই আগামী পাঁচ বছর তুরস্কের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।

নির্বাচনে ওগানের এ সমর্থন এরদোয়ানের জয়ের বিষয়টি আরও জোরালো করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এরদোয়ানকে সমর্থন জানিয়ে সিনান ওগান বলেন, ‘আমি ঘোষণা করছি আমরা একে পার্টির রিসেপ তাইয়েপ এরদোয়ানকে সমর্থন করব এবং যেসব ভোটার নির্বাচনের প্রথম রাউন্ডে আমাদের ভোট দিয়েছিলেন তারা এরদোয়ানকে ভোট দেবেন।’

তুরস্কের নির্বাচনে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠা ওগান জানিয়েছেন, দেশের ভালোর কথা চিন্তা করেই তারা এরদোয়ানকে সমর্থন জানানোর ঘোষণা দিয়েছেন।

এরদোয়ানের বিরোধী নেতা কেমাল কিলিচদারোগুলোর জাতীয় জোটকে সমর্থন না জানানোর ব্যাপারে সিনান ওগান বলেছেন, তাদের কথায় সন্তুষ্ট হতে পারেননি তিনি।

এদিকে তুরস্কের নির্বাচনের বিধি অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় যদি কোনো প্রার্থী জয় পেতে চান তাহলে তাকে ৫০ শতাংশ বা তার বেশি ভোট পেতে হবে। আর কেউ যদি এই সংখ্যা স্পর্শ করতে না পারেন তাহলে সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে রান-অফ নির্বাচন হবে।

এবারের নির্বাচনে এরদোয়ান ৪৯ দশমিক ৫০ শতাংশ ভোট পেয়েছেন। অপরদিকে কেমাল পেয়েছেন প্রায় ৪৫ শতাংশ ভোট। যেহেতু কেউই এককভাবে ৫০ শতাংশ ভোট পাননি। তাই নির্বাচন রান-অফে গড়িয়েছে।

সূত্র: সিএনএন

বাবু/জেএম 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত