বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
অবৈধ মালামালসহ ঢাকা-আগরতলা মৈত্রী বাস সার্ভিসের চালক আটক
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ১২:৪৪ PM আপডেট: ২৩.০৫.২০২৩ ১২:৪৯ PM
অবৈধ মালামাল পরিবহনের দায়ে ঢাকা-আগরতলা বাস সার্ভিসের ড্রাইভার ও তার সহযোগীকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

গত রোববার ত্রিপুরা সড়ক পরিবহন কর্পোরেশনের (টিআরটিসি) গাড়ির নম্বর TR01C- 1299  মৈত্রী বাস আগরতলা ইমিগ্রেশন এলাকায় বিএসএফ তল্লাশি চালিয়ে অবৈধ পণ্য পাচারের দায়ে তাদেরকে আটক করেছে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে অভিযোগ ছিলো ঢাকা-আগরতলা মৈত্রী বাস সার্ভিসের মাধ্যমে বাংলাদেশ থেকে স্বর্ণ পাচার আর ভারত থেকে অবৈধভাবে মোবাইলসহ বিভিন্ন মালামাল বাংলাদেশ আনা হয়। রোববার দুপুরে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার কৃষ্ণনগর টিআরটিসি ডিপো থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হয় ত্রিপুরা সড়ক পরিবহণের ওই বাসটি। আখাউড়া সীমান্তে আসার পর বিএসএফ গাড়িতে যথারীতি তল্লাশি চালায়। তখন বাসের নিচে তৈরি করা বিশেষ বক্স থেকে ৫০০ পিস দামি মোবাইল সেট এবং সত্তরটি দামি শাড়িসহ আরও বেশ কিছু মূল্যবান সামগ্রী উদ্ধার করে বিএসএফ গাড়িটিকে আটক করে। এ ঘটনায় বিএসএফ গাড়ির চালক মো. বাদল এবং তার সহযোগী মো. সুহেলকেও আটক করে।

ভারতের আগরতলা থেকে প্রকাশিত দৈনিক সংবাদ পত্রিকার সূত্রে জানা যায়, ত্রিপুরা সড়ক পরিবহণ চেয়ারম্যান অভিজিৎ দেবকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, বিষয়টি তার নজরেও এসেছে। রোববার  ছুটির দিন থাকায় তিনি এই ব্যাপারে বিস্তারিত খোঁজ খবর নিতে পারেননি। তবে ঘটনায় তিনি নিজেও বিস্মিত।এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন।

উল্লেখ্য, চুক্তি অনুযায়ী এই বাস পরিচালনা করে কলকাতার 'রয়েল ট্রাভল' নামে একটি পরিবহণ সংস্থা। আটককৃত দুজন ওই পরিবহন সংস্থার চুক্তিবধ্য চালক বাংলাদেশী নাগরিক।

বাবু/জেএম 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আখাউড়া  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত