বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
রাজবাড়ীতে ফেন্সিডিলসহ গ্রেপ্তার ২
মেহেদী হাসান, রাজবাড়ী
প্রকাশ: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ১২:৩৬ PM
রাজবাড়ীতে জেলা গোয়েন্দা পুলিশ ডিবির অভিযানে  ফেন্সিডিলসহ রাজবাড়ী পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইফতি হক সৌরভ ও বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২১ মে) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চরলক্ষীপুর এলাকার বাবর আলীর মুদি দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

ইফতি হক সৌরভ (৩৪) রাজবাড়ী শহরের বড়পুল এলাকার এনামুল হকের ছেলে। তিনি রাজবাড়ী পৌরসভার গত কমিটিতে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে উপজেলার  চরলক্ষীপুর এলাকার বাবর আলীর মুদি দোকানের সামনে থেকে এক বোতল ফেন্সিডিলসহ প্রথমে ইফতি হক সৌরভকে গ্রেফতার করা হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করলে তার দেয়া তথ্যমতে চর লক্ষ্মীপুর এলাকার বিল্লাল হোসেনকে নিজ বাড়ি থেকে চার বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। বিল্লাল হোসেনের বিরুদ্ধে ১২টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন, গ্রেফতার দুজনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

বাবু/জেএম 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত