নরসিংদীর রায়পুরায় ট্রেনের ধাক্কায় মুরাদ মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত মুরাদ মিয়া রায়পুরা উপজেলার আমিরগঞ্জ গ্রামের মৃত হারুন মিয়ার ছেলে।
মঙ্গলবার (২৩ মে) সন্ধ্যা ৬টায় উপজেলার আমিরগঞ্জ রেলস্টেশনের পশ্চিম পাশের রেলক্রসিংয়ের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় রেলক্রসিংয়ের অদূরে রেললাইন ধরে হাটছিলেন মুরাদ মিয়া। এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কর্ণফুলী কমিউটার ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
বাবু/জেএম