র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূঁমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল। (২৩ মে) মঙ্গলবার বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চিকনা ডাঙ্গাপাড়া (কুমারগাড়া) গ্রামে সুকলাল, পিতা- হরেণ এর বাড়ির পাশে ফাঁকা জায়গায় কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে চোলাই মদ তৈরি, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে মজনু ইসলাম (৫৫), পিতা- মনিরুল ইসলামকে হাতেনাতে গ্রেফতার করে।
এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মামলা হয়েছে। র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বাবু/জেএম