শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে খুলনায় আলোচনা সভা
সৈকত মো. সোহাগ, খুলনা
প্রকাশ: বুধবার, ২৪ মে, ২০২৩, ৪:১৭ PM আপডেট: ২৪.০৫.২০২৩ ৪:৪৫ PM

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা আজ (বুধবার) সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. ফিরোজ শাহ।

আলোচনা সভায় অতিথিরা বলেন, নজরুল ইসলাম ছিলেন বিদ্রোহী, সাম্যবাদ ও প্রেমের কবি। বাংলা সাহিত্যের রত্ন তার লেখনির মাধ্যমে যে সমাজ ব্যবস্থা রেখে গেছেন তার সুফল আমরা ভোগ করছি। গণতন্ত্র রক্ষায় তার ভূমিকা ছিলো অসাধারণ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তার গান ও কবিতা বাঙ্গালি জাতিকে অনুপ্রেরণা যুগিয়ে ছিলেন। তাঁরা আরও বলেন, জাতি, ধর্ম, বর্ণ ও গোষ্ঠীর উর্ধ্বে তিনি তার সাহিত্যকে স্থান দিয়েছিলেন মানবপ্রেম ও জাতীয়তাবাদী চিন্তা ও চেতনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা পরবর্তী সময়ে কবিকে সপরিবারে বাংলাদেশে ফিরিয়ে আনেন এবং রাষ্ট্রীয় মর্যাদায় বসবাসের সুযোগ করে দেন।

অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তানভীর দুলাল। খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ লে. কর্নেল শামীমউল হাসান শামীম, কেএমপি’র উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধা মো. আলমগীর কবির। স্বাগত বক্তব্য রাখেন খুলনা নজরুল একাডেমির সাধারণ সম্পাদক মাসুদ মাহমুদ।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত