শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
গাজীপুর সিটি ভোটে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ১৩ হাজার পোশাকধারী সদস্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ৭:৪৪ AM আপডেট: ২৫.০৫.২০২৩ ৮:২৩ AM
গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচন-২০২৩ এর ৫৭ টি ওয়ার্ডেই যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় সেজন্য প্রায় সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নিরাপদে ও সুন্দর পরিবেশে ভোটাররা যাতে কেন্দ্রে ভোট দিতে আসতে পারেন সেজন্য পর্যায় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

সেই লক্ষ্যে এই সিটি করপোরেশন নির্বাচনে নিরাপত্তায় থাকছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর  ১৩ হাজারের বেশি পোশাকধারী সদস্য। এদের মধ্যে রয়েছে পুলিশ, র‍্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র‍্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য।

এছাড়াও প্রতিটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ও আশপাশের এলাকায় সাদা পোশাকে মেতায়েন থাকবে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে গাজীপুর সিটিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাসহ সর্বাত্মক প্রস্তুতি রেখেছে স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশন।

ইতোমধ্যে গাজীপুর সিটি নির্বাচনের বিভিন্ন এলাকায় র‍্যাবের টহল শুরু হয়েছে। এছাড়াও গোয়েন্দা সদস্যদের কড়া নজরদারির মধ্যে রয়েছে সম্পূর্ণ গাজীপুর সিটি করপোরেশন এলাকা।

বাবু/জেএম 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত