শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
বিএসএমএমইউয়ের রেসিডেন্সি পরীক্ষায় ফি বেড়েছে ২০ শতাংশ
বুলেটিন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৮ মে, ২০২৩, ১০:০৬ PM
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এমডি-এমএস পরীক্ষায় নতুন করে ২০ শতাংশ ফি বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, গত বছরের ১৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিংয়ের সিদ্ধান্ত মতো দুই ফেজের ফি সমন্বয় করা হয়েছে।

রোববার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নোটিশে থেকে এ তথ্য জানা গেছে।

নোটিশে বলা হয়েছে, এমডি/এমএস ফেজ-‘এ’র পরীক্ষার ফি ১২ হাজার ৩০০ টাকা এবং ফেজ-‘বি’র ফি ১৩ হাজার ৭৪০ টাকা। এছাড়া ফেজ ‘এ’র কোর্সআউট প্রশিক্ষণার্থীদের ৫০ হাজার টাকা জরিমানাসহ মোট ফি ৬২ হাজার ৩০০ টাকা ও ও ফেজ ‘বি’র প্রশিক্ষণার্থীদের ৫০ হাজার টাকা জরিমানাসহ মোট ফি ৬৩ হাজার ৭৪০ টাকা।

নোটিস অনুযায়ী, মেডিসিন, সার্জারি, ডেন্টিস্ট্রি ও প্যাডিয়াট্রিক্স অনুষদের লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৬ ও ১৭ জুলাই এবং বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স’র পরীক্ষা ২২ ও ২৭ জুলাই।

বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. আজিজুর রহমান স্বাক্ষরিত ওই নোটিস সংশ্লিষ্ট অনুষদের ডিন ও কোর্স পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।


বাবু/মম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত