জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন করেছে বেড়া উপজেলা প্রশাসন।
এ উপলক্ষে বেড়া উপজেলা প্রশাসন একটি আলোচনা সভার আয়োজন করেছে। প্রথমে পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে শেষ হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সবুর আলীর সভাপতিত্বে উপজেলা মিলনায়তন কক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান রেজাউল হক, বেড়া নাগরিক কমিটির সভাপতি আল-মাহমুদ সরকার, ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেজবাহ-উল হক, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. শায়লা শারমিন ইতি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাতেমা তুজ জান্নাত, বেড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাইদ, বেড়া সরকারি ডিগ্রি কলেজ অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক, বেড়া প্রেস ক্লাবের সভাপতি ডা. আব্দুল হান্নানসহ বিভিন্ন সরকারি বেসরকারি স্কুল কলেজের প্রধান শিক্ষক, অধ্যক্ষ, কর্মকর্তা-কর্মচারী স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাবু/জেএম