জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে গতকাল রবিবার শিবালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এএম নাঈমুর রহমান দুর্জয় এমপি প্রধান অতিথি ছিলেন।
এ সময় শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান রেজাউর রহমান খান জানু, ভাইস চেয়ারম্যান একেএম মিরাজ হোসেন লালন ফকির, মহিলা ভাইস চেয়াম্যান রুনা আক্তার, সহকারী কমিশনার ভূমি মো. আনিসুর রহমান খান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলী আহসান মিঠু, উপজেলা আওয়ামী লীগ নেতা সুদীপ ঘোষ বাসু, মনোরঞ্জন শীল নকুল প্রমুখ বক্তব্য রাখেন।
বাবু/জেএম