সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
শ্রীপুরে বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তিতে ফ্রি মেডিকেল ক্যাম্প
আনিছুর রহমান শামীম, শ্রীপুর (গাজীপুর)
প্রকাশ: সোমবার, ২৯ মে, ২০২৩, ১০:০৫ AM
গাজীপুরের শ্রীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শ্রীপুর, গাজীপুরের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় এ কার্যক্রম শুরু হয়।  

ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ১৫ জন চিকিৎসকের সমন্বয়ে মোট ২৫ জনের একটি মেডিকেল টিম ফ্রি চিকিৎসা, বিনামূল্যে ওষুধ, ডায়াবেটিস পরীক্ষা, জরায়ু মুখের ক্যান্সার পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে।  উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার প্রণয় ভূষন দাস ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন। 

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে এ সময় উপস্থিত ছিলেন তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার, মেডিসিন, গাইনি, শিশু, অর্থোপেডিক, চর্ম ও যৌন বিশেষজ্ঞ, আরএমও, ডেন্টাল সার্জন, ল্যাব টেকনিশিয়ান, নার্সসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। মেডিকেল ক্যাম্পে প্রায় ১০০০ রোগীকে চিকিৎসা প্রদান করা হয়।

বাবু/জেএম 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত