সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
দাউদকান্দিতে ২ ছিনতাইকারী আটক
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ মে, ২০২৩, ১০:১৩ AM
কুমিল্লার দাউদকান্দিতে বাস থেকে দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। সোমবার হাইওয়ে পুলিশ তাদেরকে দাউদকান্দি থানায় হস্তান্তর করে।  

হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, রবিবার রাতে ঢাকা হতে হোমনাগামী (ঢাকা মেট্রো-জ ১১-০৩১২) বাসে মদনপুর হতে যাত্রীবেশে তিনজন ছিনতাইকারী ওঠে। তারা বাসের ড্রাইভার, হেলপার ও সুপার ভাইজারকে লোহার পাইপ দিয়ে এলোপাথাড়ি মারধর করে ৩০ হাজার টাকা নিয়ে যায়।

ভবেরচর এলাকায় নেমে যেতে চাইলে বাসের যাত্রীরা মোহাম্মদ রুবেল (২৭) ও মোহাম্মদ আলামিনকে (৩১) আটক করে। অপর আসামি মোহাম্মদ শিশির (৩৫) গাড়ি থেকে নেমে পালিয়ে যায়।  

৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে দাউদকান্দি হাইওয়ে থানার টহল দল রাবেয়া ফিলিং স্টেশনের সামনে আটককৃত আসামিদের হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে দাউদকান্দি মডেল থানায় সোপর্দ করা হয়।

বাবু/জেএম 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত