বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
চলতি অর্থবছরে রাজস্ব ঘাটতি ৩৪ হাজার কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ৯:৪৪ AM

চলতি অর্থবছরের দশ মাসে রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ৮৪ হাজার ৯২৬ কোটি টাকা। আলোচ্য সময়ে আদায় হয়েছে ২ লাখ ৫০ হাজার কোটি টাকা। 


অর্থাৎ চলতি অর্থবছরের ১০ মাসে রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ হাজার কোটি টাকা। আর বছর শেষে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে অর্থবছরের বাকি ২ মাসে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আরও ১ লাখ ২০ হাজার কোটি টাকা আদায় করতে হবে। যা অসম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা পূরণ না হলেও এনবিআরকে আগামী বাজেটে এবারের চেয়ে বাড়তি ৬০ হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হচ্ছে।


এনবিআরের রাজস্ব আহরণের সর্বশেষ তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি অর্থবছরে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা। এর মধ্যে অর্থবছরের প্রথম দশ মাসে লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ৮৪ হাজার কোটি টাকা, এর মধ্যে আদায় হয়েছে ২ লাখ ৫০ হাজার কোটি টাকা। অর্থাৎ ১০ মাসে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৩৪ হাজার কোটি। এর মধ্যে আর এক দিন পরই আগামী বৃহস্পতিবার সংসদে উপস্থাপিত হবে নতুন বাজেট। এই বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা আরও ৬০ হাজার কোটি টাকা বাড়িয়ে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা করা হয়েছে।


এ বিষয়ে জানতে চাইলে এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল মজিদ বলেন, রাজস্ব আদায় বাড়াতে হলে রাজস্ব ফাঁকি বন্ধ করতে হবে। যেহেতু আমাদের বাজেটের ব্যয় বাড়ছে, সেই হিসাবে এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা বাড়বে। তবে এই রাজস্ব আদায় বাড়ানোর দায়িত্ব এনবিআরের। 


রাজস্ব আহরণ বাড়াতে যেসব সংস্কারের প্রসঙ্গ উঠে আসছে, এসব বিষয়ে এনবিআরকে জোর দিতে হবে। সেইসঙ্গে রাজস্ব আহরণের দুর্বলতা চিহ্নিত করে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে বলেও মনে করেন সাবেক এ এনবিআর চেয়ারম্যান।


বাবু/জেএম 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত