সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
মোরেলগঞ্জে গাঁজাসহ যুবক আটক
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ১১:৩৭ AM
বাগেরহাটের মোরেলগঞ্জে ৬ কেজি গাঁজাসহ রাব্বি (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।  সোমবার রাত ৮টার দিকে ভাইজোড়া শিশু হাসপাতালের মোড় থেকে পুলিশ তাকে আটক করে।

রাব্বি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কাশিপুর গ্রামের চুন্নু মৃধার ছেলে। পুলিশ জানিয়েছে, তার কাছে থাকা কাপড়চোপড় বহনের একটি লাগেজের মধ্য হতে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত গাঁজার স্থানীয় বাজার মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে।  

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, রাব্বি গাঁজার একটি বড় চালান নিয়ে মোরেলগঞ্জে আসছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের তিনটি দল সম্ভাব্য পথে অবস্থান নেয়। রাত সাড়ে ৭টার দিকে রাব্বি মোরেলগঞ্জের নব্বইরশি বাসস্ট্যান্ড থেকে ভাইজোড়ার দিকে যাওয়ার পথে শিশু হাসপাতালের মোড়ে পুলিশের একটি দল তাকে হাতেনাতে ধরে ফেলে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত