গোপন সংবাদের ভিত্তিতে ৫৪ পিস ইয়াবাসহ শুক্কুর আলী (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সলিমগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইহসানুল হাসান।
মাদক কারবারি শুক্কুর আলী (৩৮) সলিমগঞ্জ ইউনিয়নের নিলখী গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।
সলিমগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জ ইহসানুল হাসান জানান, বুধবার (৩১ মে) মধ্যরাতে সলিমগঞ্জ ইউনিয়নের নিলখী গ্রাম থেকে ৫৪ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে নবীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আসামিকে আদালতে প্রেরণ করা হবে।
বাবু/জেএম